শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৫০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রক্তক্ষয়ী আন্দোলনে তৃণমূল নেতৃত্বের বহিরাগত তত্ত্ব এবং হিংসার পিছনে উস্কানির তত্ত্বকে সিলমোহর দিলো এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত এক যুবকের পরিবার।
মুর্শিদাবাদের সুতি-সামশেরগঞ্জ এলাকায় হিংসাত্মক আন্দোলনে পর্দার পেছনে থেকে কলকাঠি নাড়ছে একটি বিশেষ রাজনৈতিক দল। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত এজাজ আহমেদ (২৩) নামে এক যুবকের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া' (পিএফআই) এবং তার সহযোগীদেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দেয়। যদিও সেই সময় এসডিপিআই-এর, যা পিএফআই-এর রাজনৈতিক শাখা হিসেবেই পরিচিত, উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে সম্প্রতি এসডিপিআই-এর সর্বভারতীয় সভাপতি এম কে ফাইজির গ্রেপ্তারির পর ইডি-র তরফ থেকে দেশের বহু জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
সুতি থানা এলাকার বাসিন্দা এজাজ আহমেদ গত শুক্রবার সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হন। শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবার সেখানেই তার দেহের ময়না তদন্ত হয়।
এজাজের দেহ নিতে এসে হায়দার আলী নামে মৃতের এক ভাই বলেন, 'ঘটনার দিন ইসলামপুর-ছাবঘাটি থেকে নিজের বাড়ি আসছিলো এজাজ। সাজুর মোড় এলাকায় গন্ডগোলের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তার।'
এরপরই বিস্ফোরক অভিযোগ করে হায়দার বলেন,' সুতি -সামশেরগঞ্জের আন্দলনে এসডিপিআই-এর নেতারা উস্কানি দিচ্ছেন। কিন্তু তারা নিজেরা সামনে থাকছেন না। নেতারা এলাকার ছোট ছোট ছেলেদেরকে বোঝাচ্ছেন সম্পদ লুঠ হয়ে যাচ্ছে, তাই আন্দোলন করতে হবে।
কিন্তু এই আন্দোলনের মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আমার ভাইয়ের। বাড়িতে তার এক সন্তান রয়েছে, কে তার দায়িত্ব নেবে ?'
যদিও মৃতের পরিবারের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এসডিপিআই দলের নেতারা। দলের সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সম্পাদক নুরুল ইসলাম বলেন,'মৃতের বাড়ির লোক প্রকৃত তথ্য না জেনে মিথ্যে অভিযোগ করছেন। আমাদের সঙ্গে এই আন্দোলনের কোনও সম্পর্ক নেই।'
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'আমরা নিশ্চিত কারও উস্কানি বা চক্রান্তের ফলে এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত থাকলেও থাকতে পারে। তবে নির্দিষ্ট করে এই আন্দোলনের পেছনে এসডিপিআই আছে কিনা তা আমি বলতে পারব না।'
নানান খবর
নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?